৬৯-এ ক্যারাটের প্যাঁচ কষাচ্ছেন ‘সামুরাই ঠাকুমা’

৬৯-এ ক্যারাটের প্যাঁচ কষাচ্ছেন ‘সামুরাই ঠাকুমা’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 


নিউজ ডেস্কঃ বয়স ৬৯, কিন্তু কিক-পাঞ্চের গুঁতোয় বেমালুম গোল খাচ্ছে ১৯ থেকে ২৯এর তরুণ। এমন ঘটনা হয়তো হলি থেকে বলির ক্যামেরাতেই সম্ভব। কিন্তু বাস্তবতায় ধরা দিয়েছেন দত্তপুকুরের সামুরাই ঠাকুমা। তিনি আর কেউ নন, দত্তপুকুরের প্রবীণা থুড়ি নবীনা মুক্তি মুখোপাধ্যায়। পেশায় ছিলেন স্কুল শিক্ষিকা। অবসর নিয়েছিলেন ৬ বছর আগে। তবে অবসরের পরেও কখনো অবসর নেওয়ার কথা ভাবেননি দৈনন্দিন জীবন সংগ্রাম থেকে। তাই ক্যারাটে প্রশিক্ষণের আখড়ায় যোগ দেন। তিনি ছোট বেলায় নাচ-গান-কবিতা-আবৃতি সব শিখেছেন। বয়স বাড়ার সাথে সাথেই বাদ পড়েছে সব। কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করেন নি। কিন্তু বাদ পড়েছিল একমাত্র ক্যারাটে।

তাই দত্তপুকুর স্টেশানের কাছেই বলাকা ক্লাবের নিকট ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। বিগত ৬ বছরের প্রশিক্ষণের ফলে পাকাপোক্ত হয়েছেন মুক্তি দেবী। শুধু তাই নয়, তিনি বলেছেন, বয়সটা কেবল সংখ্যামাত্র। কিন্তু তিনি মনের দিক থেকে এখনো অষ্টাদশী। আর এক একটা ক্যারাটের পাঞ্চে ঘায়েল করছেন তরুণদের। মাষ্টার মশাই জানিয়েছেন, মুক্তি দেবী অত্যন্ত দৃঢ় মনের দিক থেকে এবং সুস্থই রয়েছেন বছর ৬৯এর মুক্তি দেবী। অন্যান্যরা যেমন পঞ্চাশের কোটা পেরোতে না পেরোতেই হাপিয়ে একসা তখন সত্তর ছুঁই ছুঁই মুক্তি দেবী দাপিয়ে বেড়াচ্ছেন ক্যারাটের প্যাঁচ কষিয়ে। তাই সব শেষে বলাই যায়, Age is just a Number.

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top