নিউজ ডেস্ক, কলকাতা, ২৭ অক্টোবর, ২০২০: প্রথম সন্তান তৈমুরের জন্মের পর এবার যিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কাপুর খান।
সম্প্রতি পতৌদি রাজপ্রাসাদ থেকে মুম্বইতে ফেরেন করিনা কাপুর খান। সইফ আলি খান এবং তৈমুরের সঙ্গে মুম্বইতে ফেরেন করিনা। করিনা এবং তৈমুরের ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। পতৌদি রাজপ্রাসাদ থেকে মুম্বইতে ফেরার পর এবার ফের ভাইরাল হল করিনা কাপুর খানের আরও একটি ভিডিয়ো। যেখানে দিদি করিশ্মা কাপুরের সঙ্গে দেখা যায় তাঁকে। একইসঙ্গে, অন্তঃসত্ত্বা করিনার বেবি বাম্প আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ওই ভিডিয়োতে। এরপরেই ওই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।