কলকাতা – নিউটাউনে সাশ্রয়ী আবাসনের স্বপ্ন বাস্তব করতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের আবাসন উন্নয়ন সংস্থা WBHIDCO-র উদ্যোগে নিজন্ন (EWS) ও সুজন্ন (LIG) প্রকল্পে মোট ১,২২০টি আবাসিক ফ্ল্যাট বণ্টনের জন্য অনলাইন দরখাস্ত আহ্বান করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নেওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিজস্ব ঘরের স্বপ্নপূরণ।
নিউটাউনের আকর্ষণীয় অ্যাকশন এরিয়া–IIC অঞ্চলে অবস্থিত এই আবাসন প্রকল্পে সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে লটারির মাধ্যমে ফ্ল্যাট বণ্টন করা হবে। নির্দিষ্ট আয়সীমা, তুলনামূলকভাবে কম দাম এবং সহজ অনলাইন আবেদন প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এই প্রকল্পে নিজন্ন (EWS) শ্রেণির জন্য বরাদ্দ করা হয়েছে ৪৯০টি এক শয়নকক্ষের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটের কার্পেট এরিয়া ২৯৮ বর্গফুট এবং মূল্য নির্ধারিত হয়েছে ৬ লক্ষ টাকা। আবেদনকারীর পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকার মধ্যে হতে হবে। দরখাস্তের সময় জমা দিতে হবে ৬০ হাজার টাকা।
অন্যদিকে, সুজন্ন (LIG) শ্রেণিতে বরাদ্দ করা হয়েছে ৭৩০টি দুই শয়নকক্ষের ফ্ল্যাট। এই ফ্ল্যাটগুলির কার্পেট এরিয়া ৬১৭.৬৬ বর্গফুট এবং মূল্য ৩২ লক্ষ টাকা। আবেদনকারীর পারিবারিক মাসিক আয় হতে হবে ২৫,০০১ টাকা থেকে ৬৫,০০০ টাকার মধ্যে। আবেদন করার সময় জমা দিতে হবে ৩ লক্ষ ২০ হাজার টাকা।
আগ্রহী আবেদনকারীরা WBHIDCO-র অফিসিয়াল ওয়েবসাইট www.wbhidcoltd.com অথবা https://hidcoaffordablehousingproject.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে এবং শেষ তারিখ ৩০ জানুয়ারি ২০২৬। বয়স্ক ও প্রথমবার আবেদনকারীদের কথা মাথায় রেখে আবেদন প্রক্রিয়াটি যথাসম্ভব সহজ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রকল্প সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য নিউটাউনের রবীন্দ্রতীর্থে WBHIDCO-র হেল্পডেস্কে যোগাযোগ করা যাবে। সোম থেকে শুক্রবার, সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ফোন অথবা ইমেলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
নিজন্ন ও সুজন্ন প্রকল্পে সরকারি ফ্ল্যাট বণ্টন নিউটাউনে বসবাসের স্বপ্ন দেখা বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় সুযোগ। স্বচ্ছ লটারি ব্যবস্থা, নির্দিষ্ট আয়সীমা ও অনলাইন আবেদন—সব মিলিয়ে এই উদ্যোগ শহরে সাশ্রয়ী আবাসনের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।




















