হাওড়া – সকাল সাড়ে পাঁচটা। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ৭০ বছরের পুরনো বাড়ি। ঘটনাটি ঘটেছে বাঁকড়া এক নম্বর মোল্লা পাড়ায়। সৌভাগ্যক্রমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান এলাকার দোকানদার ও সকালের খরিদ্দারেরা।পরিত্যক্ত বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক বলে চিহ্নিত ছিল। মালিকেরা সেই বাড়িতে বসবাস করতেন না, তবে বাড়ির সামনের অংশে বেশ কয়েকটি দোকান চালু ছিল। দোকানদারেরা বহুবার মালিকপক্ষকে বাড়িটির সংস্কার বা বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানালেও, তাতে কোনও সদুত্তর মেলেনি।অবশেষে আজ সকালে ভেঙে পড়ল ওই জরাজীর্ণ ভবন। যেহেতু এটি ভাঙে ভোরবেলায়, তাই কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। দোকানদারেরা এখন আশাবাদী যে এই ঘটনার পর প্রশাসন বা মালিকপক্ষ কিছু না কিছু পদক্ষেপ নেবে, যাতে তাঁদের জীবিকা নির্বাহের পথে বাধা না আসে।



















