নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৬ জানুয়ারি, বীরভূমের রামপুরহাটে স্বারম্বরে পালিত হল ৭১ তম প্রজাতন্ত্র দিবস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক শ্রেতা আগারওয়াল, সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া, পঃবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী ডঃ আশিষ ব্যানার্জি l
এদিন রামপুরহাট SDS মাঠে কুচকাওয়াজের পাশাপাশি বর্ণাঢ্য অনুষ্ঠানে মেতে ওঠে মহকুমা বাসিl সকাল থেকে নানান প্যারেড টিম ও নৃত্যের দল অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। সব শেষে রামপুরহাট পুলিশ বনাম রামপুরহাট সাংবাদিকদের নিয়ে একটি ক্রিকেটের ম্যাচ হয়।