নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৬ জানুয়ারি, ৭১ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে। রবিবার সকাল ৯ টা বেজে ৫ মিনিটে মুর্শিদাবাদ জেলাশাসক প্রসাদ মিনা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত জেলা পুলিশ সুপার অজীত সিং যাদব।
জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় জেলাবাসীর উদ্দেশ্যে জেলাশাসকের স্বাগত ভাষণ। তারপর হর্স ফায়ার, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের প্যারেড এবং উন্নয়নমূলক বিভিন্ন ট্যাবলো ব্যারাক স্কোয়ার ময়দানে প্রদর্শন করে। এদিন উপস্থিত প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ময়দান উপস্থিত ছিলেন ডিআইজি শ্রীমুকেশ সহ জেলার পুলিশ কর্তারা।