“৭৫ বছরের বেশি নেতা আর সরাসরি ভোটের রাজনীতিতে থাকতে পারবেন না”, তাহলে কে হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ?

“৭৫ বছরের বেশি নেতা আর সরাসরি ভোটের রাজনীতিতে থাকতে পারবেন না”, তাহলে কে হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

“৭৫ বছরের বেশি নেতা আর সরাসরি ভোটের রাজনীতিতে থাকতে পারবেন না”, তাহলে কে হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ?  ভারতের বর্তমান প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদীর নির্দেশেই নাকি এক নিয়ম জারি হয়। তা হল,”৭৫ বছরের বেশি নেতা আর সরাসরি ভোটের রাজনীতিতে থাকতে পারবেন না”। সূত্রের খবর,এই নিয়মের ফলেই ভোটে আদবানি থেকে জোশির মতো প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীর ঘনিষ্ঠরাটিকিট পাননি।

 

এ নিয়ে বহু বিতর্ক দানা বাঁধলেও সংঘ পরিবার তখম প্রধানমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছিল। কিন্তু, এবারে আসছে ২০২৪ এর ভোট।আর ওই বছর মোদীজির বয়স হবে ৭৪। তাই প্রশ্ন উঠছে তবে তিনি কি আর ভোটে দাঁড়াবেন না?তাহলে কে হবেন নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ? যদিও, সূত্রের খবর,এই নিয়ে জল্পনা তুংগে।অনেক নাম ও ঘুরছে।

আরও পড়ুন – খোলা চিঠিতে প্রতিবাদী লেখক শিল্পীরা- মুখ্যমন্ত্রীকে দেওয়া বাংলা একাডেমির পুরষ্কার নিয়ে থামছে না বিতর্ক!

সবার শীর্ষে রয়েছে অমিত শাহের নাম। কিন্তু, এত কথা ভাবাই সার।কারণ, মোদী নিজেই পরোক্ষ ভাবে জানিয়েছেন যে তিনিই হতে চান তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর মুখ।সূত্রের খবর, সম্প্রতি বিরোধী এক বরিষ্ঠ নেতার সঙ্গে বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর। সেখানে ওই নেতা (সম্ভবত শারদ পাওয়ার) মোদীকে বলেছেন, দুবার প্রধানমন্ত্রী হলে নাকি জীবনের সবকিছু পাওয়া হয়ে গেলো। কিন্তু তাঁর এই কথার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি অন্য ধাতুতে তৈরি। এখন তাঁর অনেক কাজ আছে, এখন মোটেই বিশ্রাম নেওয়ার সময় নয়।

 

এছাড়ো,তিনি জানান যে তাঁর স্বপ্ন, উন্নয়নমূলক প্রকল্পগুলিকে ১০০ শতাংশ সফল করে তোলা। তাঁর কথাতেই জল্পনা বেড়েছে যে ফের তিনি প্রধানমন্ত্রী হতে আগ্রহী। আবার, দলের একটি অংশ ব্যতিক্রমী এই ভাবনাকে সমর্থন করেছে কারণ তারা জানে মোদী ছাড়া ভোট বৈতরণী পার করা কঠিন। তবে সূত্রের খবর, অন্য একটি দল নাকি অমিত শাহকে চাইছে। যদিও, শেষ কথাটি সংঘ পরিবারই বলবে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top