কলকাতা – দমদমের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, এয়ারপোর্ট এক নম্বর গেটের মতিলাল কলোনির দুর্গোৎসব, এবার পা দিল ৭৫ বছরে। আজ উল্টো রথের এই শুভ দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা হলো মতিলাল অধিবাসীবৃন্দ সর্বজনীন দুর্গোৎসবের প্লাটিনাম জুবিলী বর্ষ।
এবছরের থিম—“ধ্বংস মাঝে সৃষ্টি সাজে”, যা বর্তমান সময়ের প্রেক্ষিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। পুজো প্রাঙ্গণে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান মেতে ওঠে উৎসবের আনন্দে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও দমদম পৌরসভার উপপ্রধান বরুণ নট্ট, যিনি পূজো কমিটির দীর্ঘ ঐতিহ্য ও থিমের ভাবনার প্রশংসা করেন।
৭৫ বছরের এই গৌরবময় যাত্রাপথে মতিলাল কলোনির দুর্গাপুজো শুধু দমদম নয়, গোটা উত্তরের মানুষের কাছে একটি আবেগের নাম হয়ে উঠেছে।
