টালিগঞ্জ- ফের রাজ্যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি টালিগঞ্জ এলাকার। বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে এলাকার এক যুবককে। সেও ওই একই এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। চলছে জিজ্ঞাসাবাদ।
খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল এলাকায়। অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছে পরিবারের সদস্যরা।
নির্যাতিতার মা বলছেন, “আমি কাল রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটা জানতে। ওর প্যান্টে রক্তের দাগ লেগেছিল। গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছিল। মেয়ে তো বলছে এই প্রথম নয়, একমাস আগেও ওর উপর নির্যাতন হয়েছে। কাল বাড়িতে ছেলেটা কখন ঢুকেছিল বোঝা যায়নি। মেয়ে তো বাড়িতে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই যে এটা ঘটে যাবে ভাবতে পারিনি। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ গ্রেফতার করেছে। আমি চাই ওর ফাঁসি হোক।”
এলাকায় দুস্থ বাচ্চাদের পড়ানোর কাজ করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার কর্মীরাও দোষীর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। এই সংস্থার এক শিক্ষিকার কাছে পড়তো নির্যাতিতা। তিনি বলছেন, “আমি ভোরবেলা জানতে পেরেছি। আমি কাজের সূত্রে বাইরে থাকি। আমি খবর পাওয়া মাত্রই গাড়ি নিয়ে চলে আসি। ৭ বছরের শিশুর উপর এই নারকীয় অত্যাচার মেনে নেওয়া যায় না। আমি চাই ঘটনার ঠিকঠাক বিচার হোক। দোষীর শাস্তি হোক।”
