নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা, ১৬ ফেব্রুয়ারি, দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের প্রায় ৮০০০ স্বয়ংবর দলের মহিলাদের জনসভায় যোগদান করলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু। আজ সকালে মথুরাপুর ২ নম্বর ব্লকের কৃষক সভায় যোগদান করেছিলেন তিনি। এত স্বয়ম্বর দলের মহিলাদের দেখে তেরি আপ্লুত হয়ে যান। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে মহিলাদের রালি হয় অনুষ্ঠানের পূর্বে।
এখানেও মুক্তির সংগঠনের মহিলারা বিভিন্ন দল থেকে অংশগ্রহণ করে বলে জানা যায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্মানীয় মন্ত্রী বারবার মহিলাদের স্বাবলম্বী হওয়ার কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা তাদের সামনে তুলে ধরেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলোক জলদাতা মথুরাপুর ২ নং ব্লক সভাপতি। এবং রেজওয়ান আহমেদ সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রমূখ।