৮ ফুটের অজগর উদ্ধার বীরভূমে।

৮ ফুটের অজগর উদ্ধার বীরভূমে।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম:- গরমকাল শুরু হলেই প্রতিবছর নিজেদের এলাকা থেকে লোকালয়ে খাবারের সন্ধানে আসতে দেখা যায় সাপেদের। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও প্রায় প্রতিদিনই বীরভূমের সিউড়ির বিভিন্ন এলাকা থেকে নানান ধরনের সাপ উদ্ধার হচ্ছে। সোমবার একটি ৮ ফুটের অজগর উদ্ধার হল বীরভূমের লম্বোদরপুর এলাকা থেকে। এদিন সাপটি উদ্ধার করেন জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস।সাপটির লেজে আঘাত থাকায় দীনবন্ধু বাবু সাপটিকে সরাসরি নিয়ে যান সিউড়ির পশু হাসপাতালে। সেখানে তার চিকিৎসা করা হয়।

দীনবন্ধু বাবু জানান, এর আগেও বীরভূমের বিভিন্ন এলাকা থেকে অজস্র অজগর সাপ উদ্ধার হয়েছে। তিনি নিজেই ৩১টি অজগর সাপ উদ্ধার করেছেন। এছাড়াও বনদপ্তর আরও অনেকগুলি অজগর সাপ উদ্ধার করেছে। এমনকি দিন চারেক আগেই সিউড়ির তিলপাড়া এলাকায় তিনটি অজগর সাপের বাচ্চা দেখতে পান স্থানীয়রা। যদিও সেই সাপগুলি পরে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top