বিনোদন – অভিনয় জগতে বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা—তা ফের একবার প্রমাণ করে দিচ্ছেন আমির খানের মা জিনাত হুসেন। ৯০ বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করতে চলেছেন রূপালি পর্দায়। ‘সিতারে জমিন পার’ ছবির মাধ্যমেই হচ্ছে তাঁর অভিষেক।
শুধু জিনাত হুসেন নন, আমির খানের বোন নিখত খানও প্রথমবার সিনেমায় অভিনয় করতে চলেছেন এই ছবিতে। তবে তাঁদের চরিত্র সংক্রান্ত বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি।
পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন আমির খান নিজেই। এটি একটি আবেগঘন পারিবারিক ড্রামা বলে জানা গিয়েছে। ছবিটি ২০২5 সালে মুক্তি পাওয়ার কথা।
