৯৩ কোটি টাকার শেয়ার প্রতারণা কাণ্ডে গ্রেফতার মুরুগেশ, অ্যান্থনির খোঁজে ইডির হানা মুকুন্দপুরে

৯৩ কোটি টাকার শেয়ার প্রতারণা কাণ্ডে গ্রেফতার মুরুগেশ, অ্যান্থনির খোঁজে ইডির হানা মুকুন্দপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – দিল্লির এক দম্পতির দায়ের করা মামলায় বিশাল আর্থিক প্রতারণার অভিযোগে আলোচনায় এসেছে কলকাতা ভিত্তিক সংস্থা BRH Wealth Creator. সংস্থাটির কর্ণধার মুরুগেশ দেবসারিয়াকে গুজরাটের ভাদোদারা থেকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। অভিযোগ অনুযায়ী, এই সংস্থা এবং অ্যান্থনি নামে এক ব্যক্তি মিলে বাজার থেকে প্রায় ৯৩ কোটি টাকা আত্মসাৎ করেছে।

সূত্র জানায়, ২০০৪ সালে নিবন্ধিত BRH Wealth Creator সংস্থার প্রধান অফিস কলকাতার তাপসিয়া এলাকায় অবস্থিত। সংস্থাটি ফোন নম্বর সংগ্রহ করে ব্যক্তিগত বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত এবং তাদের নির্দিষ্ট কিছু শেয়ার কিনতে প্ররোচিত করত। দিল্লির ওই দম্পতির কাছ থেকে ৩.৫ কোটি টাকা বিনিয়োগের নামে হাতিয়ে নেওয়া হয়, যার ভিত্তিতে তারা সেবিতে (SEBI) অভিযোগ দায়ের করেন।

এই প্রতারণার কাজে একটি বেসরকারি ব্যাংককে মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, যেখানে অ্যান্থনি উচ্চপদে কর্মরত ছিলেন বলে অভিযোগ। এ প্রসঙ্গে অ্যান্থনির খোঁজে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হানা দেয় দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে তার ফ্ল্যাটে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সংস্থাটি বহু সাধারণ মানুষকে শেয়ারবাজারে লাভের মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। ইডি এবং সেবির তরফ থেকে তদন্ত এখনও চলছে, এবং অ্যান্থনির খোঁজে তল্লাশি জারি রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top