ভাইরাল – মাত্র ৯৯ টাকায় শাড়ির অফার ঘিরে তেলঙ্গানার মেডাক জেলায় এক মলে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বিজ্ঞাপনী প্রচার দেখে শয়ে শয়ে মহিলা মলে ভিড় জমান। সীমিত সময়ের জন্য সস্তা শাড়ি বিক্রির ঘোষণা হতেই মুহূর্তে ভিড় উপচে পড়ে দোকানের ভিতরে ও বাইরে। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে পদপিষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।
বৃহস্পতিবারের এই ঘটনায় নিরাপত্তাকর্মীরা ভিড় সামলাতে ব্যর্থ হন। মল কর্তৃপক্ষ শেষমেশ পুলিশকে খবর দেন। শুধু শাড়িই নয়, ক্রেতারা একসঙ্গে কম দামে গয়না ও চুড়ি কিনতে হুড়োহুড়ি শুরু করেন। এর জেরে দোকানের ভেতরে বিশৃঙ্খলা বাড়তে থাকে। ভিড় সামলাতে না পেরে মলের কর্মীরা বিপাকে পড়েন। বাইরে পর্যন্ত উপচে পড়া ভিড় আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে।
এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে ‘হায়দরাবাদমেরিজান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিও হাজার হাজার মানুষ দেখেছেন ও প্রতিক্রিয়া জানিয়েছেন। অবশেষে পুলিশ হস্তক্ষেপ করে ভিড় নিয়ন্ত্রণে আনে। ক্রেতাদের ছোট ছোট দলে প্রবেশের অনুমতি দেওয়া হলে শৃঙ্খলা ফেরে মলের ভিতরে।
