৯ জুলাই দেশজুড়ে ধর্মঘটে ২৫ কোটির বেশি কর্মী, ব্যাহত হতে পারে পরিষেবা ব্যবস্থা

৯ জুলাই দেশজুড়ে ধর্মঘটে ২৫ কোটির বেশি কর্মী, ব্যাহত হতে পারে পরিষেবা ব্যবস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – আগামী ৯ জুলাই দেশজুড়ে একযোগে ধর্মঘটে নামতে চলেছেন ২৫ কোটিরও বেশি শ্রমিক-কর্মচারী। কেন্দ্র সরকারের শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী ও কর্পোরেট-পন্থী নীতির বিরুদ্ধে এই ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী সংগঠনগুলি। এই আন্দোলনের ফলে ব্যাঙ্কিং, বীমা, ডাক পরিষেবা, কয়লা খনি, সড়ক নির্মাণ এবং একাধিক রাজ্যের সরকারি পরিবহণ পরিষেবায় বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই দিনে বিহারে বিরোধী দলগুলির মহাজোট নির্বাচন কমিশনের ভোটার তালিকা পুনর্গঠনের বিরোধিতায় চাকা জ্যামের ডাক দিয়েছে, যাতে অংশ নেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। ধর্মঘট ও চাকা জ্যামের ফলে জনজীবনে প্রভাব পড়ার সম্ভাবনা থাকলেও জরুরি পরিষেবাগুলি এই ধর্মঘটের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। বিশাল সংখ্যক কর্মী ও রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণে এই ধর্মঘট বিশেষ তাৎপর্য বহন করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top