নিজস্ব সংবাদদাতা,বীরভূম ,২ জুলাই :- লকডাউন চলাকালীন রাজ্যের সমস্ত স্কুল কলেজের ফি মুকুব করা সহ ৯ দফা দাবি নিয়ে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআই বৃহস্পতিবার বীরভূম জেলা শাসককে একটি ডেপুটেশন জমা দিল। বাম ছাত্র সংগঠনের সদস্যরা এদিন সিউড়ি জেলা স্কুল মাঠ থেকে মিছিল করে প্রশাসন ভবন চত্বরে পৌঁছান। তাদের কয়েকজন সদস্য জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যান এবং বাকিরাও প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ছাত্র সংগঠনের মূল দাবি হলো, লকডাউন চলাকালীন সমস্ত স্কুল ও কলেজের ফি মুকুব করতে হবে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মিড ডে মিলের বন্দোবস্ত করতে হবে।আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য হোস্টেল নিয়ে যে সকল সমস্যা রয়েছে তার সমাধান করতে হয়। এছাড়াও অন্য দাবি রয়েছে।ছাত্র সংগঠনের অভিযোগ, এই সকল দাবি নিয়ে আমরা বারংবার রাজ্যের শিক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিয়েছি। এবার জেলাশাসককে ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে এসেছি।