৯ ফিটের অজগর উদ্ধার ময়নাগুড়ি ব্লকের আমগুড়িতে। ফের লোকালয় থেকে উদ্ধার হল অজগর সাপ। শনিবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামে উদ্ধার হল ৯ ফুটের একটি অজগর সাপ। স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকা নদীর বাঁধের পাশে মাছ ধরছিলেন এলাকার মানুষজন। সেই সময় কচুরিপানা টানতে গিয়ে এই সাপের দেখা পান। এরপর স্থানীয়রা খবর দেন ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনকে।
তারা এসে সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন। জানা যায়, এই সাপটি বার্মিজ প্রজাতির। এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের কোষাধ্যক্ষ অমল রায় বলেন,”সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং বনদপ্তর এর হাতে সাপটিকে তুলে দেওয়া হয়েছে। নদীর পার্শ্ববর্তী এলাকা থাকার কারণে নদীপথ হয়েই এগুলি লোকালয়ে আসছে।”
আরও পড়ুন – গরুকে FMD ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের
উল্লেখ্য, ৯ ফিটের অজগর উদ্ধার ময়নাগুড়ি ব্লকের আমগুড়িতে । ফের লোকালয় থেকে উদ্ধার হল অজগর সাপ। শনিবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামে উদ্ধার হল ৯ ফুটের একটি অজগর সাপ। স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকা নদীর বাঁধের পাশে মাছ ধরছিলেন এলাকার মানুষজন। সেই সময় কচুরিপানা টানতে গিয়ে এই সাপের দেখা পান। এরপর স্থানীয়রা খবর দেন ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনকে।
তারা এসে সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন। জানা যায়, এই সাপটি বার্মিজ প্রজাতির। এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের কোষাধ্যক্ষ অমল রায় বলেন,”সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং বনদপ্তর এর হাতে সাপটিকে তুলে দেওয়া হয়েছে। নদীর পার্শ্ববর্তী এলাকা থাকার কারণে নদীপথ হয়েই এগুলি লোকালয়ে আসছে।”