৯ যাত্রীকে নিয়ে স্কাই ডাইভ করতে মাঝ আকাশেই ভেঙে পড়লো বিমান

৯ যাত্রীকে নিয়ে স্কাই ডাইভ করতে মাঝ আকাশেই ভেঙে পড়লো বিমান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৯ জুলাই ২০২১ : ৯ যাত্রীকে নিয়ে স্কাই ডাইভ করতে মাঝ আকাশেই ভেঙে পড়লো বিমান। সুইডেনের ওরেব্রো এলাকায় স্কাইডাইভারদের নিয়ে মাঝ আকাশেই ভেঙে পড়ল বিমান। ঘটনার পর সুইডেন পুলিশ জানায়, “একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। যারা যারা ওই বিমানটিতে ছিলেন সকলেরই মৃত্যু হয়েছে তৎক্ষণাৎ।” পুলিশের তরফে এও জানান হয় বিমানটি ছিল একটি ডিএইচ সি -২ টার্বো বেভার ।

সেখানেই ছিলেন ৮ স্কাইডাইভার এবং পাইলট,মোট ৯ জন। বৃহস্পতিবার রানওয়ে ছেড়ে ওঠার পরই আগুন ধরে যায় বিমানটিতে। মাঝ আকাশে এই ঘটনায় কারোকে উদ্ধার করা সম্ভব হয়নি। অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে এমন দুর্ঘটনা যদিও সুইডেনে আগে অনেকবার ঘটেছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top