নিজেদের বাড়িতেই আততায়ীর গুলিতে খুন হলেন একটি ভারতীয় বংশোদ্ভূত পরিবারের চার সদস্য। ঘটনাটি ঘটেছে আমেরিকার আইওয়া স্টেটের ওয়েস্ট ডে মুঁজে, স্থানীয় সময় শনিবার। ওয়েস্ট ডে মুঁজ পুলিসের সার্জেন্ট ড্যান ওয়েড জানিয়েছেন, ৪৪ বছরের চন্দ্রশেখর শঙ্কর, তাঁর স্ত্রী ৪১ বছরের লাবণ্য শঙ্কর এবং তাঁদের ১৫ এবং ১০ বছরের দুই ছেলের গুলিবিদ্ধ দেহ রবিবার উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলার সুন্দুরুর বাসিন্দা চন্দ্রশেখর উচ্চশিক্ষার্থে আমেরিকায় গিয়ে সেখানেই সপরিবার থেকে গিয়েছিলেন। আইওয়ার গণসুরক্ষা দপ্তরের প্রযুক্তি বিভাগের কর্মী ছিলেন তিনি। ঘটনার সময় ওই বাড়িতে কয়েকজন অতিথিও ছিলেন। তাঁরাই গুলির শব্দে নিজেদের ঘর থেকে বেরিয়ে দেহগুলি পড়ে থাকতে দেখে পুলিসে খবর দেন। প্রতিবেশীদের বয়ান থেকে পুলিস জানতে পেরেছে, বেশ কিছু দিন ধরেই মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন চন্দ্রশেখর। তাই প্রাথমিক তদন্তে পুলিস এও অনুমান করছে যে স্ত্রী এবং ছেলেদের গুলি করে আত্মঘাতীও হয়ে থাকতে পারেন চন্দ্রশেখর। চারটি দেহেই একাধিক বুলেটের ক্ষত ছিল। দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। হায়দরাবাদে চন্দ্রশেখরের বাবা, মা–কে খবর পাঠানো হয়েছে।