‌কংগ্রেস সভাপতি হিসেবে কোনও দলিত নেতাকে চান রাহুল

‌কংগ্রেস সভাপতি হিসেবে কোনও দলিত নেতাকে চান রাহুল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভোট বিপর্যয়ের পর কিছুতেই যেন কংগ্রেস সভাপতি পদে থাকতে চাইছেন না রাহুল গান্ধী। একবার প্রকাশ্যে আসছে সভাপতি পদেই থাকছেন রাহুল, পরক্ষণেই বদলে যাচ্ছে হাওয়া৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগ ঘিরে এখন নানান গল্প ঘোরাঘুরি করছে কংগ্রেস শিবিরে৷ দু’‌দিন আগেই জানা গিয়েছিল পদত্যাগ করছেন না রাহুল৷ ওয়ার্কিং কমিটির বৈঠকে তাঁর সিদ্ধান্ত বদলাতে পেরেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। এই তথ্য প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শীলা দীক্ষিতের বক্তব্য সামনে আসে৷ আবার, কংগ্রেস সূত্রে খবর, পদত্যাগ করতে অনড় রাহুল গান্ধী৷ কারণ তিনি চান লোকসভা নির্বাচনের যাবতীয় ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সরে যেতে৷ জানা গিয়েছে, রাহুল নাকি তাঁর জায়গায় কোনও দলিত নেতাকে দলীয় সভাপতির পদে বসাতে চাইছেন৷ পিছিয়ে পড়া শ্রেণী থেকে উঠে আসা কোনও নেতাই কংগ্রেসের এই বেহাল অবস্থা সামলাতে পারবে বলে মনে করছেন সোনিয়া পুত্র৷ তবে সেটা চাইছেন না দলের অন্যান্য নেতারা৷ শুধু দলীয় নেতারাই নন, কংগ্রেসের শরিক দল যেমন আরজেডির লালুপ্রসাদ যাদব, ডিএমকের এমকে স্ট্যালিন ও জেডিএসের এইচ ডি কুমারাস্বামী পর্যন্ত রাহুলকে পদত্যাগ করতে নিষেধ করছেন৷ তবে নিজের সিদ্ধান্ত থেকে সরতে চাইছেন না বর্তমান কংগ্রেস সভাপতি৷ এমনকি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর জায়গায় বোন প্রিয়াঙ্কাকেও কংগ্রেস সভাপতি করা যাবে না। দলের সভাপতি করা হবে গান্ধী পরিবারের বাইরের কাউকেই।

RECOMMENDED FOR YOU.....