প্রশাসনিক উদ্যোগে একটি আস্ত বিমান ডুবিয়ে দেওয়া হল সমুদ্রের ভিতর। শুনতে অবাক লাগলেও এই ঘটনাটি ঘটেছে বাহারিনে। বাহারিন সরকার সমুদ্রগর্ভে একটা থিম পার্ক তৈরি করছে। ডাইভ বাহারিন নামে ওই থিম পার্কের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে ৭০ মিটার লম্বা বোয়িং ৭৪৭ বিমান। তবে পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানটি অনেক আগেই বাতিল হয়ে গিয়েছে। ওই বিমানের ভিতর প্রবাল দ্বীপ তৈরির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। বোয়িং–র তরফে সোশ্যাল মিডিয়ায় বিমানের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আমাদের বোয়িং তার নতুন বাড়িতে যাচ্ছে।’ শুধু জলের তলায় আস্ত বোয়িং বিমানই নয়, সমুদ্রগর্ভের ওই পার্কে থাকবে বাহারিনের মুক্ত ব্যবসায়ীদের বাড়ির মডেল, কৃত্রিম প্রবাল দ্বীপ এবং আরও বিভিন্ন ভাস্কর্য। আগামী অগাস্ট মাসে সর্বসাধারণের জন। খুলে দেওয়া হবে ডাইভ বাহারিন থিম পার্ক।
দাঁড়িয়ে থেকে সমুদ্রে আস্ত বিমান ডোবাল বাহারিন প্রশাসন
দাঁড়িয়ে থেকে সমুদ্রে আস্ত বিমান ডোবাল বাহারিন প্রশাসন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram