‌শিকাগোর বসির চাচা এলেন ম্যাঞ্চেস্টারে

‌শিকাগোর বসির চাচা এলেন ম্যাঞ্চেস্টারে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বৃষ্টিতে আমরা যখন নটিংহ্যামে জেরবার, খেলা কখন শুরু হবে, আদৌ হবে কিনা, এটা নিয়ে যখন ঠান্ডাতেও গরম তর্কবিতর্ক চলছে ঠিক তখনই খবর এল, শিকাগো বিমানবন্দর থেকে হিথরোর বিমানে বসে পড়েছেন বসির চাচা। তিনি পাকিস্তানের মানুষ। বড় ব্যবসায়ী। আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমী। ভারত–পাকিস্তানের খেলা যেখানেই হোক না কেন, তিনি হাজির হয়ে যান। নিউজিল্যান্ড ম্যাচের কী ফলাফল হল, এটা নিয়ে ততটা মাথাব্যথা তঁার নেই। তঁার মনপ্রাণ জুড়ে শুধু ভারত–পাকিস্তান এবং তিনি দু’‌দলেরই সমর্থক। প্রত্যেকবার ইলেকট্রনিক মিডিয়ার বুমের সামনে বলে থাকেন, ঝগড়াঝাটি করব না। একবার আমরা জিতি তো, পরের বার ভারত জিতুক। একমাত্র ক্রিকেটের মাধ্যমেই দু’‌দেশের মানুষের মধ্যে সম্প্রীতির সেতু তৈরি হবে। গত বছর এশিয়া কাপে পরিচিত ভারতীয় সমর্থক, শচীন তেন্ডুলকারের ভক্ত নেড়া মাথাওয়ালা সুধীর গৌতমের কাছে বিশেষ পয়সাকড়ি ছিল না। বসির চাচা তা জানতে পেরে সুধীরের বিমানের টিকিট, হোটেলে থাকাখাওয়ার খরচ সব দিয়েছিলেন। এসে ওঠেন ক্রিকেটারদের হোটেলে। ম্যাঞ্চেস্টারে থাকবেন ভারত ও পাকিস্তান যে হোটেলে থাকবে, সেই হোটেল র‌্যাডিসন ব্লু–তে। বিশ্বকাপে আসন্ন ভারত বনাম পাকিস্তান ম্যাচের দামামা আসলে বাজিয়ে দিলেন এই বসির চাচাই। তঁার নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্ন তোলেন না বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা। তিনি আসলে ভাল ক্রিকেটের সমর্থক। তঁাকে দেখলে ধোনি, কোহলিরা জার্সি খুলে অটোগ্রাফ করে উপহার দেন তঁাকে। সত্যি কথা বলতে কী, এই ভেজা নটিংহ্যামে ভারত–পাকিস্তান ম্যাচের দামামা কিন্তু বাজিয়ে দিলেন বসির ভাই–ই। এর সঙ্গে যোগ হবে ভারত আর্মির চিৎকারের জোর। বৃহস্পতিবার রাতেই গোটাদশেক লাক্সারি বাস ভারত আর্মিদের নিয়ে ম্যাঞ্চেস্টারের পথে রওনা হয়ে যাবে। এঁরা কিন্তু পাকিস্তানকে এক ইঞ্চি জমি ছেড়ে দেবেন না। ভারতের তিরঙ্গা পতাকা গায়ে দিয়ে এঁরা কিন্তু সমানে চিৎকার করে যাচ্ছেন, ‘‌জিতেগা ভাই জিতেগা, হিন্দুস্তান জিতেগা’।‌ এবং এই লাইনটা শেষ হওয়ার পরেই ওঁরা উচ্চস্বরে বলছেন, ‘‌হারেগা ভাই হারেগা, পাকিস্তান হারেগা’।‌ বসির চাচা, আইসিসি যতই মৈত্রীর কথা বলে যাক না কেন, এঁরা কিন্তু একটাই কথা জানেন, পাকিস্তানকে হারাতেই হবে। ‘‌কাম সেপ্টেম্বর’‌–এর মতো আপাতত ওঁরা ‘‌কাম সিক্সটিন্থ জুন’‌–এর অপেক্ষায় আছেন। এঁদের অনেকেই মনে করেন, পাকিস্তানকে হারানো মানেই বিশ্বকাপ জিতে ফেলা। ওঁদের আবেগ অন্য। বিদেশে থাকাকালীন এঁদের ভারতপ্রেম অন্যমাত্রায় বঁাধা। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘরে ক’‌পয়েন্ট জমা পড়বে, তা নিয়ে ওঁরা চিন্তিত নন। ওঁদের ভাবনা এখন থেকেই এটা যে, কোন এগারোজন নিয়ে ভারত খেলতে নামবে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে। ম্যাঞ্চেস্টারের উইকেটের চরিত্রের কথা না জেনেই ওঁরা বলতে শুরু করে দিয়েছেন, রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটারকে খেলানো উচিত। এতটা চিন্তাভাবনা বিরাটরাও করতে শুরু করেননি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। আমাদের ধারণা, বৃহস্পতিবার সন্ধে থেকেই ভারতীয় শিবির পাকিস্তান বধের চিত্রনাট্য তৈরিতে নেমে পড়বে।‌‌‌

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top