‘‌‌বলুন তো ইনি কে?’‌, টুইটারে এক মহিলার ছবি দিয়ে নেটিজনেদের প্রশ্নের মুখে ফেললেন ঋষি

‘‌‌বলুন তো ইনি কে?’‌, টুইটারে এক মহিলার ছবি দিয়ে নেটিজনেদের প্রশ্নের মুখে ফেললেন ঋষি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৪ জানুয়ারি, উত্তর হাতড়াচ্ছেন এখন নেটিজনেরা।এমনই এক প্রশ্নের মুখে ফেললেন তাঁদের বলিউড অভিনেতা ঋষি কাপুর। যদিও বরাবরই অনুরাগীদের নিত্যনতুন চমক দিতে ভালোবাসেন এক তারকা।তবে এবার তিনি একটু বেশি হতবাক করে ফেলেছেন সকলকে।এক মহিলার ছবি টুইটারে পোস্ট করে নেটিজনেদের কাছে প্রশ্ন রাখলেন,’বলুন তো কে ইনি?’‌

এমনকি যাঁরা আগে থেকেই জানতেন এনাকে তাঁদের কাছে তিনি আবেদন করেন, যতক্ষণ না তিনি নিজে উত্তরটা দিচ্ছেন ততক্ষণ তাঁরাও মহিলার পরিচয় প্রকাশ না করেন।পরিপাটি করে একপাশে সিঁথি কেটে আঁচড়ানো চুলের অর্ধেকটা হাল্কা রঙা ব্রোকেড-শাড়ির ঘোমটায় ঢাকা। ঠোঁটে গাঢ় লিপস্টিক, কপালে হাল্কা রং-এর বিন্দি পরা মহিলার দৃষ্টি ঈষৎ নমিত। মুখে অদৃশ্যপ্রায় স্মিত হাসি। অত্যন্ত পুরনো সাদা-কালো ওই ছবিটি এতোটাই পুরনো যে ছবি মাথার উপরের অংশ ছিঁড়ে গিয়েছে। সেটা আঠা দিয়ে জোড়া হয়েছে।

পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে যাওয়া ওই ছবি নিয়ে নেটিজেনদের জল্পনার অন্ত নেই।কেউ বলেছেন, ওই মহিলা ঋষির ঠাকুমা, পৃথ্বীরাজ কাপুরের স্ত্রী রামশরণী কাপুর। আবার কেউ বলেছেন, ছবিটি প্রয়াত বলিউড অভিনেতা প্রাণের, যিনি তাঁর বড়দার বিয়ের দিন বউদিকে চমকে দিতে দাদার প্রেমিকা হিসেবে ওই সাজ সেজেছিলেন। কারণ হিসেবে তাঁদের ব্যাখ্যা, বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার আগে স্থানীয় রামলীলায় সীতার অভিনয় করেই নাম করেছিলেন প্রাণ। যদিও এখনও ছবি ঘিরে কোনও কথা বলেননি ঋষি।তবে তিনি মহিলার পরিচয় খুব শীঘ্রই জানাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top