‌‌‌‘‌পদ্মশ্রী ফেরাতে চাই’, বললেন সইফ

‌‌‌‘‌পদ্মশ্রী ফেরাতে চাই’, বললেন সইফ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 ২০১০ সালে দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন বলিউড অভিনেতা সইফ আলি খান। কিন্তু ৯ বছর পর সেই পুরস্কারই ফেরাতে চাইলেন পতৌদি পুত্র। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমটাই বলেছেন তিনি। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে পদ্মশ্রী নিয়ে প্রশ্ন উঠতেই সইফ আলি খানের সোজা জবাব, ‘পদ্মশ্রী ফিরিয়ে দিতে চাই আমি৷’ তা হঠাৎ একথা কেন বললেন কেন সইফ? সম্প্রতি আরবাজ খানের চ্যাট শো পিনচে হাজির হয়েছিলেন তিনি৷ সেখানে অভিনয় জীবন নিয়ে কথা উঠতেই সইফ আলি খান স্পষ্ট জানালেন পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা৷ সইফ বলেন, ‘আমার পদ্মশ্রী পাওয়া নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে নানারকম কথা হয়৷ অনেকে তো লিখেছিলেন, যে ছেলের নাম রাখেন তৈমুর, যে কিনা রেস্তোরাঁয় মারপিট করে, সে কীভাবে পদ্মশ্রী পায়! আমার সেক্রেড গেমের অভিনয়ের কথা কেউ ভাবে না৷ তবে আমি মনে করি, আমার থেকে ঢের ভাল ভাল অভিনেতা রয়েছে, তাঁরাই পদ্মশ্রীর যোগ্য৷’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top