দিল্লির সরকারি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া, শুক্রবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির ডাবরি এলাকার সরকারি স্কুলে। প্রায় ৭০ জন পড়ুয়া মিড ডে মিলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার পরই মিড ডে মিলের খাবার সরবরাহকারীকে শোকজ করেছে দিল্লি সরকার। দিল্লি সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অসুস্থ ছাত্রদের অবস্থা স্থিতিশীল।’ পাশাপাশি বিভিন্ন স্কুলে খাবার সরবহারকারীদের যথাযোগ্য খাবার সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনার তদন্তও করবে দিল্লি সরকার। সাগরপুর থানায় জানানো হয় প্রায় ৭০ জন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। দুর্গাপার্কের সর্বোদয়া বাল বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয় পড়েছেন।
ঘটনা নিয়ে ওই দিল্লি পুলিশের ওই উচ্চপদস্থ কর্তা বলেছেন, “মিড ডে মিলের খাবারে পুরি-সব্জি দেওয়া হয়। সেই সঙ্গে সোয়া জুস। ওই জুস খাওয়ার পরই পড়ুয়ারা পেটে ব্যথার অভিযোগ করে। তখনই খাবার বিতরণ বন্ধ করে দেওয় হয়।” ঘটনা নিয়ে এফআইআর দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন – বাবা-মায়ের মৃত্যু হলে পরিবারের সরকারি চাকরি পাওয়া বংশগত অধিকার নয়
ডেপুটি কমিশনার অব পুলিশ (দক্ষিণ-পশ্চিম) মনোজ সি জানিয়েছেন, সন্ধ্যা ৬টা নাগাদ আমাদের কাছে একটি ফোন আসে। সাগরপুর থানায় জানানো হয় প্রায় ৭০ জন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। দুর্গাপার্কের সর্বোদয়া বাল বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয় পড়েছেন। তিনি আরও জানিয়েছেন, অসুস্থ ছাত্রদের ডিডিইউ হাসপাতাল এবং দাবরির দাদা দেব হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মিড ডে মিলে সোয়া জুস দেওয়া হয়েছিল। তা খেয়েই পড়ুয়াদের বমি ও পেটে ব্যথা হয়েছে। তদন্তের জন্য সেই খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।