অবৈধভাবে কাঠ পাচারে আগেই আটক গাড়ি সহ ১। অবৈধভাবে কাঠ পাচারের পথে প্রচুর পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ । ঘটনায় গ্রেফতার এক জন। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ৩১ নং জাতীয় সড়কের অসমবাংলা সীমান্তের জোড়াইমোর নাকা চেকিং পয়েন্টে পুলিশ সন্দেহবসত একটা ট্রাককে দাঁড় করায়। ট্রাকটিকে তল্লাশি করে ট্রাকের ভেতরে ভেতর লুকিয়ে রাখা ৮৩ টি বহূমূল্যবান সেগুন কাঠের ব্লগ উদ্ধার করে পুলিশ।
ট্রাক চালক কাঠগুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ কাঠ সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে অবৈধ পাচারের অভিযোগে ট্রাকচালক মহারাষ্ট্রের হিঙ্গলির জেলার রিয়াজ কে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় বাজেয়াপ্ত করা কাঠের পরিমাণ ৫৭১.৪৩ সিএফটি। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। অসমের গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে যানা যায় ঐ কাঠ গুলি।ট্রাকটির নম্বর হলো MH38 AE 1797
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর নজরে এবার প্রবীণরা,নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর
উল্লেখ্য, অবৈধভাবে কাঠ পাচারের পথে প্রচুর পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ । ঘটনায় গ্রেফতার এক জন। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ৩১ নং জাতীয় সড়কের অসমবাংলা সীমান্তের জোড়াইমোর নাকা চেকিং পয়েন্টে পুলিশ সন্দেহবসত একটা ট্রাককে দাঁড় করায়। ট্রাকটিকে তল্লাশি করে ট্রাকের ভেতরে ভেতর লুকিয়ে রাখা ৮৩ টি বহূমূল্যবান সেগুন কাঠের ব্লগ উদ্ধার করে পুলিশ।
ট্রাক চালক কাঠগুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ কাঠ সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে অবৈধ পাচারের অভিযোগে ট্রাকচালক মহারাষ্ট্রের হিঙ্গলির জেলার রিয়াজ কে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় বাজেয়াপ্ত করা কাঠের পরিমাণ ৫৭১.৪৩ সিএফটি। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। অসমের গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে যানা যায় ঐ কাঠ গুলি।ট্রাকটির নম্বর হলো MH38 AE 1797