গাড়ি থেকে সোনা ও টাকা চুরি যাওয়ার ঘটনায় গ্রেফতার এক যুবক। গাড়ি থেকে সোনার বাট, গয়না, গ্রহরত্ন ও টাকা চুরির অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। পুলিস জানিয়েছে, দিনকয়েক আগে বর্ধমান শহরের বড়নীলপুর সুকান্তপল্লির বাসিন্দা স্বপ্না অধিকারী বীরহাটা এলাকায় একটি শপিং মলের সামনে গাড়ি দাঁড় করিয়ে কেনাকাটা করতে যান।
গাড়ির গেট ঠিকমতো বন্ধ করতে ভুলে যান তিনি। সেই সুযোগে গেট খুলে একটি হাত ব্যাগ নিয়ে পালায় চোরে। হাত ব্যাগের মধ্যে ২১ গ্রাম ওজনের সোনার বাট, বেশকিছু সোনার গয়না, মূল্যবান গ্রহরত্ন ও ৫ হাজার টাকা ছিল বলে তাঁর দাবী। তিনি থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিস পুলিস শেখ আজিজ নামে একজনকে গ্রেপ্তার করে। বর্ধমান শহরের পিরবাহারাম পুরাতন চক এলাকায় তার বাড়ি। শুক্রবার ভোরে শহরের গোলাপবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃতের কাছ থেকে একটি পান্না ও মুক্তো এবং ৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চুরির বাকি জিনিসপত্র উদ্ধার করতে এবং বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতকে ৭ দিন পুলিসি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার অনুপ দে। ধৃতের ৪ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।
আরও পড়ুন – বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢুকতেই পুষ্প বৃষ্টি শুরু
উল্লেখ্য, গাড়ি থেকে সোনার বাট, গয়না, গ্রহরত্ন ও টাকা চুরির অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। পুলিস জানিয়েছে, দিনকয়েক আগে বর্ধমান শহরের বড়নীলপুর সুকান্তপল্লির বাসিন্দা স্বপ্না অধিকারী বীরহাটা এলাকায় একটি শপিং মলের সামনে গাড়ি দাঁড় করিয়ে কেনাকাটা করতে যান। গাড়ির গেট ঠিকমতো বন্ধ করতে ভুলে যান তিনি। সেই সুযোগে গেট খুলে একটি হাত ব্যাগ নিয়ে পালায় চোরে। হাত ব্যাগের মধ্যে ২১ গ্রাম ওজনের সোনার বাট, বেশকিছু সোনার গয়না, মূল্যবান গ্রহরত্ন ও ৫ হাজার টাকা ছিল বলে তাঁর দাবী।
তিনি থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিস পুলিস শেখ আজিজ নামে একজনকে গ্রেপ্তার করে। বর্ধমান শহরের পিরবাহারাম পুরাতন চক এলাকায় তার বাড়ি। শুক্রবার ভোরে শহরের গোলাপবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে একটি পান্না ও মুক্তো এবং ৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চুরির বাকি জিনিসপত্র উদ্ধার করতে এবং বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতকে ৭ দিন পুলিসি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার অনুপ দে। ধৃতের ৪ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।