জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত দুপক্ষের ১০ জন

জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত দুপক্ষের ১০ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৪ জানুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর: দুই ভাইয়ের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত দুপক্ষের ১০ জন। এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রামপঞ্চায়েতের নায়ারগছ গ্রামে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপাড়া গ্রামপঞ্চায়েতের নায়ারগছ গ্রামের বাসিন্দা চার ভাই কাশিমুদ্দিন, এজামুদ্দিন ও আশিমুদ্দিন সহ সকলের মধ্যে পৈতৃক ৪ বিঘা জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আশিমুদ্দিন নামে এক ভাই অভিযোগ করে কাশিমুদ্দিন তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর নাম করে জমির রেজিষ্ট্রি করিয়ে নেয়। এই নিয়েই বিবাদ শুরু। সোমবার সকালে জমির দখল নিয়ে বিবাদ থেকে সংঘর্ষ লেগে যায়। দুপক্ষের লোকেরাই ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর আক্রমন চালায়। দুপক্ষের মোট ১০ জন আহত হয়। তাঁদের দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার পর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

আরও পড়ুন…কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে তথা বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top