যুব নেত্রী সায়নীর থেকে ১০ বছরের আয়কর রিটার্নের হিসাব চাইল ED, নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আগেই গ্রেফতার হয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এবার তাঁর রেশ ধরেই তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে সায়নী। যা নিয়েই বর্তমানে জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়। সূত্রের খবর, প্রাথমিক দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সম্পত্তি কেনাবেচায় নাম জড়িয়ে গিয়েছে সায়নীর। সে কারণেই তাঁকে তলব করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে।
আগামী শুক্রবার শুধু হাজিরা দিলেই হবে না। এই সমস্ত তথ্য নিয়ে ইডি দফতরে যেতে হবে সায়নীকে। ওয়াকিবহাল মহলের মতে, সায়নীর যাবতীয় সম্পত্তির খতিয়ানে কোথাও কোনও গড়মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই একসঙ্গে একগুচ্ছ নথি চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফে। তাঁর নামে রয়েছে, নাকি অন্য কারও নামে রয়েছে সবই খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, শুক্রবার যদি এই সমস্ত তথ্য না নিয়ে সিজিওতে না যান সায়নী তবে তাঁর কাছ থেকে ফের এই তথ্যগুলি চাওয়া হতে পারে। অর্থাৎ, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে যাওয়ার জেরে এত সহজে স্বস্তি পাচ্ছেন না সায়নী।
আরও পড়ুন – উপাচার্য নিয়োগ মামলায় ধাক্কা রাজ্যের, বোসের সিদ্ধান্তেই সায় দিয়েছে আদালত,
সূত্রের খবর, দশ বছরে আয়কর রিটার্নের হিসাবও জমা দিতে বলা হয়েছে সায়নীকে। পাশাপাশি তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চেয়েছে ইডি। এই সমস্ত অ্যাকাউন্টের শুরু থেকে যাবতীয় লেনদেনের হিসাবও চাওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। চাওয়া হয়েছে তাঁর যাবতীয় সম্পত্তির খতিয়ান। কোথায় কোথায় তাঁর ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, জমি রয়েছে তার খতিয়ান জানতে চাওয়া হয়েছে। চাওয়া হয়েছে অস্থাবর সম্পত্তির হিসাব-নিকেশও।
(সব খবর , ঠিক খবর , প্রত্যে ক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )