গড়বেতায় 16 টি হাতির তাণ্ডব, জখম এক

গড়বেতায় 16 টি হাতির তাণ্ডব, জখম এক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গড়বেতায় 16 টি হাতির তাণ্ডব, জখম এক। শনিবার রাত্রি দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় বন দফতরের আমলা গোড়া রেঞ্জের পাথরিশোল বিটের অন্তর্গত কুড়চিবনি এলাকায় আচমকা ১৬ টি দাঁতাল হাতি ঢুকে পড়ে। ওই হাতির দল গ্রামে ঢুকে সবজি চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব শুরু করেছে।

 

হাতির দলের সামনে পড়ে গিয়ে গুরুত্বর ভাবে এক ব্যক্তি জখম হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা খুবই সংকট জনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তবে যেভাবে ১৬টি দাঁতাল হাতি ওই এলাকায় ঢুকে তান্ডব শুরু করেছে তাতে আলু সহ বিভিন্ন ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার চাষীরা, সেই সঙ্গে হাতির হামলার আশঙ্কাও করছেন গ্রামবাসীরা।

 

খাবারের সন্ধানে যেকোনো সময় লোকালয়ে ঢুকে পড়তে পারে ওই হাতির দল। তাই গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। বিষয়টি বন দফতর কে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা ও হুলা পার্টির সদস্যরা। হাতি গুলিকে সবজি চাষের জমি থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বন দপ্তরের কর্মীরা এবং হুলা পার্টির সদস্যরা। কিন্তু হাতির দল মাঠ থেকে সরছে না।

আরও পড়ুন – বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে

যার ফলে সমস্যায় পড়েছেন বন দফতর এর কর্মীরা ।বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জঙ্গল এলাকার রাস্তা দিয়ে সন্ধে ছটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চলাচল করতেও নিষেধ করা হয়েছে। ঘটনাস্থলে থেকে হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বনদপ্তরের কর্মীরা ।
তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

 

উল্লেখ্য, গড়বেতায় 16 টি হাতির তাণ্ডব, জখম এক। শনিবার রাত্রি দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় বন দফতরের আমলা গোড়া রেঞ্জের পাথরিশোল বিটের অন্তর্গত কুড়চিবনি এলাকায় আচমকা ১৬ টি দাঁতাল হাতি ঢুকে পড়ে। ওই হাতির দল গ্রামে ঢুকে সবজি চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব শুরু করেছে। হাতির দলের সামনে পড়ে গিয়ে গুরুত্বর ভাবে এক ব্যক্তি জখম হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা খুবই সংকট জনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

গড়বেতায় 16

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top