ব্যারাকপুরের সেনা-ক্যাম্পে দুই পাক নাগরিক! উদ্বেগ প্রকাশ বিচারপতি মান্থার,

ব্যারাকপুরের সেনা-ক্যাম্পে দুই পাক নাগরিক! উদ্বেগ প্রকাশ বিচারপতি মান্থার,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ব্যারাকপুরের সেনা-ক্যাম্পে দুই পাক নাগরিক! উদ্বেগ প্রকাশ বিচারপতি মান্থার, ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিক ঢোকানোর চেষ্টা চলছে! এমনই চাঞ্চল্যকর অভিযোগ শুনে আশঙ্কা প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। অবিলম্বে সিআইডি (CID)-কে অভিযোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। বিষ্ণু চৌধুরী নামে জনৈক ব্যক্তি এই অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি।  অভিযোগ, এ রাজ্যের পুলিশ, ভিন রাজ্যের পুলিশ, সেনাবাহিনীতে কর্মরত আধিকারিক এবং প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত আছেন এই দুর্নীতিতে।

 

 

 

অভিযোগ, এ রাজ্যের পুলিশ, ভিন রাজ্যের পুলিশ, সেনাবাহিনীতে কর্মরত আধিকারিক এবং প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত আছেন এই দুর্নীতিতে। পুলিশ সহ প্রশাসনের একাধিক আধিকারিক জাল আবাসিক শংসাপত্র, জাতিগত শংসাপত্র বানিয়ে দিয়ে সহযোগিতা করছে বলেও অভিযোগ জানিয়েছেন মামলাকারী। তাঁর দাবি, থানা ও পুরসভার মাধ্যমে এই দুর্নীতি চলছে। দুই পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে ব্যারাকপুরে সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করছে বলেও মামলায় অভিযোগ। পুরো বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেছেন বিচারপতি। আগামী ২৬ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

 

 

 

আরও পড়ুন –  নয়া সাইবার ফাঁদে উধাও টাকা, জনগণকে সতর্ক করল লালবাজার,

 

আরও পড়ুন – সাত জেলায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে’, পঞ্চায়েত মামলায় নির্দেশ হাইকোর্টের…

 

 

 

 

পাকিস্তানের (Pakistan) গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) ভারতীয় সেনায় লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমনই মারাত্মক অভিযোগ আনা হয়েছে ওই মামলায়। অভিযোগ শুনে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha) । মামলায় সিবিআই-কে (CBI) পার্টি করার নির্দেশ দিয়েছে আদালত। ইস্টার্ন কমান্ড-এর জিওসি (General Officer Commanding) এবং মিলিটারি পুলিশকেও মামলায় পার্টি করার নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি-র কাছে প্রাথমিক রিপোর্টও তলব করেছেন বিচারপতি।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top