বেআইনি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২ পাচারকারী

বেআইনি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২ পাচারকারী। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই মালদহের বিহার সীমান্ত দিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। আগ্নেয়াস্ত্র পাচারকারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় অস্ত্র পাচারের পাশাপাশি জাল নোট, নেশার দ্রব্য এবং অন্যান্য জিনিস পাচার করছে।

 

অবশ্য পুলিশও হাত গুটিয়ে বসে নেই। বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার বন্ধ করতে জোর কদমে তদন্তে নেমেছে পুলিশ । উদ্দেশ্য এই চক্রকে নির্মূল করে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সমাজবিরোধীদের দৌরাত্ম বন্ধ করা।
আবারও বিহার থেকে মালদহে আগ্নেয়াস্ত্র পাচারের আগেই দুই অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করল মালদহের মানিকচকের ভুতনী থানার পুলিশ।জানা গেছে, ধৃতদের নাম জামিল আক্তার(৩৩) এবং আব্দুল রহিম(২৩)।

 

মঙ্গলবার রাতে গোপন সূএে খবর পেয়ে, ভুতনীর বাবলাবনা এলাকায় অভিযান চালায় পুলিশ।সেখান থেকে দুই অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করে ভুতনি থানার পুলিশ।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয় বলে জানা গেছে।
ধৃতদের আরো জিজ্ঞাসাবাদ এর উদ্দেশ্যে অস্ত্র আইনের নিদিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার মালদা জেলা আদালতে ধৃতদের পেশ করে পুলিশ। ধৃতদের তদন্তের স্বার্থে নিজের হেফাজতে চায় পুলিশ।

আরও পড়ুন – ৭১তম ‘মিস ইউনিভার্স’ বিজয়ী হলেন মার্কিন তরুণী আর’বনি গ্যাব্রিয়েল

ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে সমাজবিরোধীদের আগ্নেয়াস্ত্র ব্যবহার রুখতে ব্যাপকভাবে নাকা চেকিং পর্ব শুরু হয়েছে। বিভিন্ন নাকা চেকিং পয়েন্টে ধরা পড়ছে আগ্নেয়াস্ত্র পাচারকারী, মাদক পাচারকারী সহ একাধিক দুষ্কৃতিকারীরা। আগামী পঞ্চায়েত নির্বাচনকে হিংসা মুক্ত করতে জোর কদমে তল্লাশিতে নেমেছে প্রশাসন। এখন দেখা যাক আগামী পঞ্চায়েত নির্বাচনে এই বেআইনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার কতটা বন্ধ হয়।

 

উল্লেখ্য, বেআইনি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২ পাচারকারী। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই মালদহের বিহার সীমান্ত দিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। আগ্নেয়াস্ত্র পাচারকারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় অস্ত্র পাচারের পাশাপাশি জাল নোট, নেশার দ্রব্য এবং অন্যান্য জিনিস পাচার করছে। গ্রেপ্তার ২