নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,২৪ শে আগস্ট : এবার অবৈধ নির্মাণ কার্য রুখতে তৎপর ক্যানিং -এর মহকুমাশাসক l শনিবার জল নিকাশি নালার উপর অবৈধ নির্মাণ আটকালেন ক্যানিং মহকুমা শাসক বন্দনা পক্ষরিয়াল। মহকুমা শাসকের বাংলোর সামনের জল নিকাশি নালার উপর প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধ নির্মাণ চালাচ্ছিলেন অসিত মন্ডল নামে এক ব্যক্তি।
আজ বাংলো থেকে প্রশাসনিক ভবনে যাবার সময় এই ঘটনা তার চোখে আসে l সঙ্গে সঙ্গে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে নিজেই গাড়ি থেকে নেমে নির্মাণের কাজ রুখে দেন দেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও ঘটনাস্থলে আসে। প্রশাসন সূত্রে খবর এই অবৈধ নির্মাণের ফলে আটকে যাচ্ছে জল নিকাশির জায়গা ফলে বর্ষা কাল পড়লেই জল জমে যায় মহকুমা শাসকের বাংলোতে।
এই কদিনের বৃষ্টিতে মহকুমা শাসকের বাংলোতে ব্যাপক জল জমে গিয়েছে। তারপর আবার এই নির্মাণ হলে জল নিকাশি জায়গা আরও আটকে যেত। যদিও অমিত বাবুর দাবি এখানে আরো অনেক সব দোকান আছে আমার দোকান ভেঙে গিয়েছিল বলে একটু পাকাপোক্ত করে নিচ্ছিলাম। প্রশাসন বারণ করেছে যখন আর করব না।