বিষ খাইয়ে নৃশংসভাবে ২২টি কুকুরকে হত্যা,কুকুর মৃত্যুর ঘটনায় ঘুম উড়েছে এলাকাবাসীর। ২২ টি পথ কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এলাকাবাসীদেরই বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ১ নং ওয়ার্ডের সারদাপল্লীতে। বিষ দিয়ে ২২ টির বেশি কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠেছে বেশ কিছু এলাকাবাসীর বিরুদ্ধে। কিন্তু সূত্রের খবর, এখনও চিহ্নিত করা যায়নি সেসব মানুষদের। যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। গতকাল একটি কুকুর খাবার খাওয়ার পর এলাকাবাসীরা তাকে বমি করতে দেখেন। এবং পরে কুকুরটি অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে একটি সংস্থার সদস্যকে দিয়ে চিকিৎসা করানো হয়।
এখন সেই কুকুরটির শারীরিক অবস্থা আগের থেকে ভাল আছে বলে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দা এই বিষয়ে বলেন, ‘এই ধরনের জঘন্যতম কাজ যে কেউ করতে পারে, তা ভেবেই অবাক লাগছে। আমাদের এই এলাকায় বেশ অনেকগুলি কুকুর ছিল। কিন্তু কিছুদিন ধরে দেখছি একের পর এক কুকুর প্রাণ হারাচ্ছে। প্রথমে আমরা ভেবেছিলাম কোনও রোগ হয়েছে হয়ত। কিন্তু পরপর ২২ টি কুকুর মারা যাওয়ায় বুঝতে পারি যে কেউ বা কারা ইচ্ছে করে খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে। যে কুকুরটি সুস্থ হয়েছে, সেটির খাবারেও বিষ মেশানো হয়েছিল।’
এই ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে একের পর এক পথ কুকুরের বিষক্রিয়ায় মৃত্যু হচ্ছিল। এই ভাবে ২২ টি কুকুর মারা যায়। তাতে সন্দেহ দানা বাঁধে। কয়েকদিন আগে ঠিক একইভাবে রানাঘাট এলাকায় ৫ টি কুকুর মারা গিয়েছিল।
আরও পড়ুন – পুরীর জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স লুঠ! নগদ টাকা-গয়না হাতিয়ে চম্পট দুষ্কৃতীরা
উল্লেখ্য, গত সাতদিন ধরে একের পর এক কুকুর মারা যাচ্ছে বলে জানান এলাকাবাসীরা। কে বা কারা কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলছে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এলাকাবাসীরা পুলিশে খবর দিলে, খড়গপুর টাউন থানার পুলিশ পৌঁছে দুটো কুকুরের মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখতে পায়।