নিউজ ডেস্ক, নয়াদিল্লি: বিপজ্জনকভাবে বড় রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন এক চালক। ট্রাফিক পুলিশের নজরে আসতেই তাঁকে আটকে তাঁর বাইক বাজেয়াপ্ত করতে গিয়েই বাঁধে বিপত্তি। রেগে গিয়ে নিজের বাইকেই পেট্রোল ঢেলে আগুন জ্বেলে দিলেন ওই বাইকের চালক । ঘটনাটি হয়েছে দিল্লির মালভিয়ানগরে। অভিযুক্ত ব্যক্তির নাম রাকেশ।
পুলিস সূত্রে খবর, মত্ত অবস্থায় বাইক চালানোর প্রমাণ পাওয়ার পর নিয়মমাফিক চালান কাটেন পুলিসকর্মীরা। নতুন নিয়মমাফিক জরিমানার অঙ্কও ছিল অনেক। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় তাঁর মোটরসাইকেল।
মোটরসাইকেল ফেরত চেয়ে পুলিশের সাথে শুরু হয় তর্ক । তারপর আচমকাই পেট্রোল ছিটিয়ে তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। রাস্তার এক পাশে দাউ দাউ করে জ্বলতে থাকে মোটরসাইকেল। পড়ে খবর পেয়ে সেখানে পৌঁছান পুলিস ও দমকলকর্মীরা। পুলিস ওই ব্যক্তিকে আটক করেছে।