কলকাতা পুলিশের ২৫০০ কনস্টেবল পদে নিয়োগ, মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর , পঞ্চায়েত ভোটের আগে নবান্ন থেকে এক বৈঠকে পুলিশের নিয়োগ পদ্ধতিতে গতি আমার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে নবান্ন থেকে এক বৈঠকে পুলিশের নিয়োগ পদ্ধতিতে গতি আমার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের বিভিন্ন শূন্য পদে নিয়োগের কাজ যাতে তিন মাসের মধ্যে সম্পন্ন হয়ে যায়, সেই বার্তা দিয়েছিলেন মমতা। আর এবার, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুলিশে ২৫০০ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হল। রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ হবে।
নতুন করে নিয়োগের পথে রাজ্য সরকার। কলকাতা পুলিশে ২৫০০ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার থেকেই রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। আর একইদিনে রাজ্য মন্ত্রিসভারও একটি বৈঠক ছিল। সেই বৈঠকেই এই নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন – ‘সত্যিটা দেশবাসীর জানা প্রয়োজন’, মণিপুর ইস্যুতে বড় ঘেষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
গত মে মাসেই নবান্ন থেকে এক বৈঠকে রাজ্যে পুলিশ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা নিয়োগ প্রক্রিয়া সামলান, তাঁদের একাংশের মধ্যে ‘ক্যাজুয়ালনেস’ ও ‘ল্যাথার্জি’ নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল মমতাকে। যাঁরা নতুন চাকরির আশায় বসে থাকেন, তাঁদের মানসিক অবস্থার কথাও সেদিন উঠে এসেছিল তাঁর গলায়। বলেছিলেন, যিনি নিয়োগ করছেন, তাঁর কিছু আসে-যায় না। কিন্তু যাঁরা পরীক্ষা দেন, তাঁরা আশায় আশায় বসে থাকেন, কবে চাকরিটা হবে। সেদিনই মমতার কড়া বার্তা ছিল, যাতে আটকে থাকা নিয়োগের কাজ তিন মাসের মধ্যে শেষ হয়ে যায়।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )