26 টি বালি বোঝায় ট্রাক 2টো জেসিবি সহ আরো কিছু ট্রাককে বালি তোলার সময় আটক করলো বিষ্ণুপুর থানার পুলিশ

 

বৃহস্পতিবার  সকালে বাঁকুড়ার বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মন্ডল ও এসডিপিও সুকোমল দাস  এর নেতৃত্বে বিষ্ণুপুর এমআইটি সংলগ্ন দারকেশ্বর নদীর উপর বেশ কিছু বালির খাদানে অতর্কিত হানা দেন। এবছর 17 জুন থেকে সরকারিভাবে বালি তোলার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নিষেধাজ্ঞাকে না মেনে বেশকিছু বালি মাফিয়া রাতের অন্ধকারে বালি তুলছে। এইরকমই একটা খবর ছিল বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে নদীর থেকে 30 মিটার দূরে স্টপ পয়েন্ট বানিয়ে অবাধে তুলছিল  এবং স্টক করছিল। 26 টি বালি বোঝায় ট্রাক 2টো জেসিবি সহ আরো কিছু ট্রাককে বালি তোলার সময় আটক করা হয়েছে l  সরকারি আইন কে বুড় আঙুল দেখীয়ে আবাধে বালি পাচার চলতো বলে জানিয়েছেন মহকুমাশাসক।