নিজস্ব সংবাদদাতা,দক্ষিন ২৪ পরগণা, ১৯ নভেম্বর, নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল মিরপুরের বাসিন্দা সাবির মন্ডল। ছাত্রীর অভিযোগ, গতকাল রাত্রে আত্মীয়র বাড়ি থেকে বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে জোর করে মুখ চেপে বাগানের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা কজো সাবির মন্ডল। কোনরকমে চিৎকার করে ছাত্রী সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে পরিবারের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর এদিন রাতেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবার।
ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার রামনগরে। অভিযোগের ভিত্তিতে সাবিরকে গ্রেপ্তার করে বা্রুপুর থানার পুলিশ। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে, পাশাপাশি ওই ছাত্রীর মেডিকেল টেস্ট করা হয়।