২৬ জানুয়ারি, দাপুটে জয়ে শেষ ষোলোয় নাদাল।বিনা বাধাতেই পৌঁছে গিয়েছিলেন তৃতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে কাঁধের চোটের কারণে সরে দাড়িয়েছিলেন অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বী থানাসি কোক্কিনাকিস। তবে ফ্লাশিং মেডোর তৃতীয় রাউন্ডে কোর্টে ঝড় তুললেন রাফায়েল নাদাল। স্ট্রেট সেটে দক্ষিণ কোরিয়ার হিয়ন চুংকে পরাস্ত করে যুক্তরাষ্ট্র ওপেনের শেষ ষোলোয় পৌঁছে গেলেন দ্বিতীয় বাছাই রাফা। স্প্যানিশ তারকার পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-৪, ৬-২।পাবলো ক্যারেনো বুস্তাকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় পা রাখলেন রাফায়েল নাদাল। মেলবোর্ন পার্কে টুর্নামেন্টের শুরু থেকেই।
২০তম গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেডেরারকে স্পর্শ করার অপেক্ষায় তাল ঠুকছেন রাফা। এমন পরিস্থিতিতে মেলবোর্ন পার্কে প্রথম রাউন্ডে বলিভিয়ার হুগো ডেলিয়েনকে স্ট্রেট সেটে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিলেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় রাউন্ডে নাদালের শিকার হয়েছিলেন আর্জেন্তিনার ফেডেরিকো দেলবোনিস। এরপর তৃতীয় রাউন্ডের ম্যাচে শনিবার নিজের দ্বিতীয় রাউন্ডের পারফরম্যান্সকেও ছাপিয়ে গেলেন স্প্যানিয়ার্ড। গত ম্যাচে যেখানে ২০টি ব্রেক পয়েন্টের মধ্যে মাত্র ৩টি নিজের নামে করেছিলেন, সেখানে তৃতীয় রাউন্ডের ম্যাচে ১০টি ব্রেক পয়েন্টের মধ্যে ৫টি জিতে নিতে সফল হলেন ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী।