নটরাজ ডান্স সার্কেলের দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হলো নৃত্য প্রশিক্ষণ সংস্থা নটরাজ ডান্স সার্কেলের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান । এই নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানটি পথচলা শুরু করেছিল ২০১৭ সালে । আসন্ন ফেরুয়ারি মাসে ষষ্ঠ বর্ষে পদার্পণ করবে এই প্রতিষ্ঠান। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার কর্ণাধার নৃত্যশিল্পী মেহুলী দেবনাথ।
এদিনের অনুষ্ঠানের সূচনা হয় শাস্ত্রীয় নৃত্য মূলে ত্রিদেবীর বন্দনা দিয়ে ।মূলত ত্রিদেবীর চরিত্রে নৃত্য পরিবেশন করেন নটরাজ ডান্স সার্কেলের শিক্ষার্থীরা। এরপর উপস্থিত সমবেত বিশিষ্ট অতিথি দ্বারা প্রদীপ প্রজ্জ্বলন ও নটরাজের মূর্তিতে মাল্যদান সম্পন্ন হয়।
এরপর রবীন্দ্র নৃত্য , নজরুল নৃত্য ও প্রয়াত কিংবদন্তি শিল্পীদের শ্রদ্ধাজ্ঞাপন করে নৃত্য উপস্থাপিত হয় । এরপর একে ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, অভিভাবিকাদের নৃত্য এবং সবশেষে নৃত্যনাট্য ‘ ‘শ্যামা ‘ মঞ্চস্থ হয় ।
এই নৃত্যনাট্যে কেন্দ্রীয় চরিত্র ধারণ করেন নটরাজ ডান্স সার্কেলের কর্ণধার মেহুলী দেবনাথ নিজে । উল্লেখ্য মেহুলী দেবনাথ এর গুরুমা শ্ সবিতা মিত্র সাহাকে বিশেষ ভাব সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত সাহা,অমিয় পাল,সবিতা মিত্র সাহা, নির্মাল্য মুখোপাধ্যায়,বিদ্যূৎ পাল, রিংকু চক্রবর্তী, কৌস্তভ বন্দ্যোপাধ্যায়,পাঞ্চালি চক্রবর্তী, রত্না দে,রথীন দাস,রীতা বেরা, নরোত্তম দে, ঝুমঝুমি চক্রবর্তী,মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সুদীপ কুমার খাঁড়া,ইন্দ্রানী দাশগুপ্ত,শায়েরী অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।সমস্ত অনুষ্ঠানটি নটরাজ ডান্স সার্কেলের ছাত্র-ছাত্রী ও অভিভাবিকা দ্বারা সম্পন্ন হয়।
আরও পড়ুন – বিজেপির গঙ্গা আরতিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাবুঘাট
উল্লেখ্য, মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হলো নৃত্য প্রশিক্ষণ সংস্থা নটরাজ ডান্স সার্কেলের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান । এই নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানটি পথচলা শুরু করেছিল ২০১৭ সালে । আসন্ন ফেরুয়ারি মাসে ষষ্ঠ বর্ষে পদার্পণ করবে এই প্রতিষ্ঠান। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার কর্ণাধার নৃত্যশিল্পী মেহুলী দেবনাথ।
এদিনের অনুষ্ঠানের সূচনা হয় শাস্ত্রীয় নৃত্য মূলে ত্রিদেবীর বন্দনা দিয়ে ।মূলত ত্রিদেবীর চরিত্রে নৃত্য পরিবেশন করেন নটরাজ ডান্স সার্কেলের শিক্ষার্থীরা। এরপর উপস্থিত সমবেত বিশিষ্ট অতিথি দ্বারা প্রদীপ প্রজ্জ্বলন ও নটরাজের মূর্তিতে মাল্যদান সম্পন্ন হয়।