হনুমান জয়ন্তীতে রাজ্যে মোতায়েন ৩ কোম্পানি আধা সেনা

হনুমান জয়ন্তীতে রাজ্যে মোতায়েন ৩ কোম্পানি আধা সেনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হনুমান জয়ন্তীতে রাজ্যে মোতায়েন ৩ কোম্পানি আধা সেনা ,হনুমান জয়ন্তীতে (Hanuman Jayanti) রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মাঠে থাকবে আধা সেনা। এদিনই এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে ৩ কোম্পানি আধা সেনা চেয়ে পাঠায় রাজ্য। তার আগে বুধবার নবান্নে (Nabanna) ভিডিয়ো কনফারেন্সে সমস্ত জেলার ডিএম, এসপি-দের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, তারপরই আধা সেনা চেয়ে পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। হুগলি, কলকাতা এবং ব্যারাকপুর কমিশনারেটে তিন কোম্পানি আধা সেনা (CRPF) মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য প্রশাসনের তরফে।

 

 

 

 

 

 

 

সূত্রের খবর, ইতিমধ্যেই হনুমান জয়ন্তীতে মিছিল করার জন্য প্রায় ১৬০টি আবেদন জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। সেই মিছিলে আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানিয়েছে বিজেপিও। অন্যদিকে সেনার পাশাপাশি মঙ্গলবার রাত থেকেই ময়দানে নেমে পড়েছে পুলিশও। চুঁচুড়া থেকে কামারহাটি, রাজ্যের নানা প্রান্তে হনুমান জয়ন্তীর আগের রাতেই চলছে পুলিশের রুট মার্চ। এদিকে কলকাতা পুলিশের তরফে আবার শোভাযাত্রার অনুমতির জন্য ফর্ম ছাড়া হয়েছে। অনলাইনে ফিলাপ করতে হচ্ছে সেই ফর্ম। পাশাপাশি সাফ জানানো হয়েছে কোনও মিছিলেই অস্ত্র বা লাঠি নিয়ে হাঁটা যাবে না।

 

 

আরও পড়ুন –  ডিএ-র দাবিতে আন্দোলন এ বার দিল্লিতে,দিল্লিযাত্রা রাজ্য সরকারি কর্মীদের

 

সূত্রের খবর, তিন কোম্পানির মধ্যে B/66 ব্যাটলিয়নের জওয়ানরা আসছেন শ্রীরামপুরে। ঝাড়গ্রাম থেকে F/184 ব্যাটলিয়নের জওয়ানরা আসছেন চন্দননগরে। পাশাপাশি E/167 ব্যাটলিয়নের জওয়ানরা মোতায়েন থাকছেন কলকাতায়। প্রসঙ্গত, রামনবমীর পর থেকে রাজ্য়ের নানা প্রান্ত থেকে লাগাতার অশান্তির খবর এসেছিল। উত্তপ্ত হয়েছিল হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া। তা থেকে শিক্ষা নিয়েই যেন এবার হনুমান জয়ন্তীতে রাজ্যকে শান্ত রাখতে বদ্ধপরিকর রাজ্য, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top