মেদিনীপুর সদর ব্লকে ৩০ টি হাতির তাণ্ডব একাধিক বাড়ি ভাঙচুর। শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চিলগড়া , বেলিয়া , পলাশিয়া গ্রামে হামলা চালায় কয়েকটি দাঁতাল। ৩০ টি হাতি কয়েকটি দলে ভাগ হয়ে প্রথমে চিলগড়া গ্রামে ঢুকে কয়েকটি বাড়ি ভেঙে একটি ট্রাক্টর ভেঙে দেয়। বেলিয়া গ্রামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করে। তৃতীয় দলটি পলাশিয়া গ্রামে ঢুকে এক ব্যক্তির বাড়ির দরজা ভেঙে ভেতরে থাকা সেদ্ধ ধান সব খেয়ে ফেলে।
কিছু এলাকা ছাড়া প্রায় সব গ্রামের কৃষকই জমির ধান খামারে তুলে নিয়েছেন। খাবারের সন্ধানে হাতির দল এখন তাই গৃহস্থের বাড়িতে হানা দিচ্ছে। যার ফলে মেদিনীপুর সদর ব্লক জুড়ে হাতির হামলার আশঙ্কা দেখা দিয়েছে। যেভাবে ওই ৩০ টি হাতি বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে আরো ঘরবাড়ি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে ওই হাতিগুলি সবজি চাষের জমিতে গিয়ে ব্যাপক ক্ষতি করছে। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতর কে জানানো হয়েছে।
আরও পড়ুন – বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢুকতেই পুষ্প বৃষ্টি শুরু
বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যের পর জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতেও নিষেধ করা হয়েছে। গ্রামবাসীদের হাতিকে উত্তপ্ত করতে নির্দেশ করা হয়েছে। তা সত্ত্বেও গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। কার্যত সন্ধ্যার পর গৃহবন্দী অবস্থায় দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। তাই হাতির দলকে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য গ্রামবাসীদের পক্ষ থেকে বন দফতর কে জানানো হয়।
উল্লেখ্য, মেদিনীপুর সদর ব্লকে ৩০ টি হাতির তাণ্ডব একাধিক বাড়ি ভাঙচুর। শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চিলগড়া , বেলিয়া , পলাশিয়া গ্রামে হামলা চালায় কয়েকটি দাঁতাল। ৩০ টি হাতি কয়েকটি দলে ভাগ হয়ে প্রথমে চিলগড়া গ্রামে ঢুকে কয়েকটি বাড়ি ভেঙে একটি ট্রাক্টর ভেঙে দেয়। বেলিয়া গ্রামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করে। তৃতীয় দলটি পলাশিয়া গ্রামে ঢুকে এক ব্যক্তির বাড়ির দরজা ভেঙে ভেতরে থাকা সেদ্ধ ধান সব খেয়ে ফেলে। ৩০ টি হাতির তাণ্ডব