
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৪ মার্চ, গতকাল অধীর চৌধুরীর বাসভবনে হামলার প্রতিবাদে বীরভূমের সিউড়িতে এক ঘণ্টার পথ অবরোধের কর্মসূচি নেয় বীরভূম জেলা কংগ্রেস। সেইমতো এদিন বেলা ১১ টা নাগাদ সিউড়ি বাসস্ট্যান্ডে পথ অবরোধ শুরু করে জেলা কংগ্রেস। পথ অবরোধের সাথে সাথেই সপ্তাহের ব্যস্ততম দিনে চরম যানজটের সৃষ্টি হয়। সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে শহরের প্রধান রাস্তায়।
তারপর ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। পুলিশের অনুরোধে ও সাধারণ মানুষের হয়রানির কথা ভেবে কংগ্রেসের পক্ষ থেকে এক ঘণ্টার পথ অবরোধের কর্মসূচি কমিয়ে নেওয়া হয়। প্রায় কুড়ি মিনিট পথ অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় কংগ্রেস। অবরোধ তুলে নিলেও সিউড়ি বাসস্ট্যান্ডের রাস্তার পাশে প্রতিবাদ কর্মসূচি এখনও অব্যহত।
অবরোধ শেষে বীরভূমের কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী জানান, এদিন সাধারণ মানুষের কথা ভেবে দীর্ঘক্ষন রাস্তা অবরোধ করে রাখিনি। তবে যে সমস্ত মানুষ অধীর চৌধুরীর বাসভবনে হামলা চালিয়েছে তাদের যদি অবিলম্বে গ্রেপ্তার না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো আমরা।



















