নিউজ ডেস্ক ১১অক্টোবর ২০২০:বিতর্ক পিছু ছাড়েনা ডোনাল্ড ট্রাম্পের। বার বার বিভ্রান্তিকর টুইট শেয়ার করায় টুইটারের নিয়ম লঙ্ঘন হওয়ায় সর্তকবার্তা দিল টুইটার কর্তৃপক্ষ।

সম্প্রতি একটি বিতর্কিত টুইট করে
ডোনাল্ড ট্রাম্প বলেন,” গতকাল হোয়াইট হাউসের ডাক্তারের কাছ থেকে একটি সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ সাইন অফ পেয়েছেন তিনি। তিনি নিজে এবং অন্যদের জন্য নিরাপদ। তার থেকে করোনা আর ছড়াবেনা”। তার এই টুইট কে লেবেল লাগিয়ে শেয়ার অপশন বন্ধ করলো টুইটার। তার এই টুইট দেখে সাধারণ মানুষ বিব্রত হতে পারে এই আশঙ্কা করেই এই পদক্ষেপে অগ্রসর হয়েছে টুইটার।