নিউজ ডেস্ক ১৫ অক্টোবর ২০২০:বৃহস্পতিবার ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস এবং টিটাগড় পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরীকে মনীশ শুক্লার খুনের তদন্তে সিআইডি তলব করায় নতুন মোড় নিয়েছে মনীশ শুক্লার মৃত্যু রহস্যে।
সূত্রের খবর এই দুই ব্যক্তির নামে মনীশ শুক্লার পরিবারের তরফে এফ আই আর করার ভিত্তিতেই তলব করেছে সিআইডি।যদিও জেরায় দুই জনেই দাবি জানান তারা কোনো ভাবেই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মনীশ শুক্লার খুনের সাথে যুক্ত নন। এর পাশাপাশি তারা পুরোপুরি তদন্তে সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন। এই ঘটনাকে সিআইডির আইওয়াস বলে কটাক্ষ করেছেন ব্যারাকপুর বিজেপি সংসদ অর্জুন সিং ।