নিউজ ডেস্ক ১৬ অক্টোবর ২০২০:করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির রাশ টানা যাচ্ছেনা কিছুতেই। এদিকে আবার সিনেমা হলের দরজা বন্ধ হবে কিনা সেই নিয়েও উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক।
দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়ায় আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১লক্ষ ১২হাজার১৬১জনের। একদিনে মৃত্যু হয়েছে ৮৯৫জনের। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। গত ২৪ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৬৩হাজার ৩৩১জনের। অ্যাকটিভ প্রায় ৮লক্ষ ১২হাজার ৩৯০জন।দৈনিক মৃত্যুর সংখ্যা একদিনে প্রায় ৩০শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে শীতের মরশুমে সংক্রমণ বাড়বে বলেই আশা করা হচ্ছে। সেক্ষেত্রে আবার ও লক ডাউনের পথে হাঁটবে কি প্রশাসন!এ নিয়ে বিস্তর জল্পনার সৃষ্টি হয়েছে।