রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ২ নভেম্বর,২০২০:নিজের ঘরেই এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের উদয়পুর ভাটাকলোনি এলাকায়। পেশায় চালক ওই মৃত ব্যক্তির নাম বিনোদ বিশ্বাস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছান স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতা অজয় সরকার। মৃত বিনোদের পরিবারের অভিযোগ, দুস্কৃতীরা শ্বাসরোধ করে খুন করেছে তাঁকে।
এলাকায় ভালো ছেলে বলে পরিচিতি ছিল উদয়পুর ভাটা কলোনির বাসিন্দা পেশায় চালক বিনোদ বিশ্বাসের। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তাঁর মা তাকে ঘরে রাতের খাবার দিয়ে যান৷ সেসময় বিনোদের ঘরে আরও দুজন ছিল। সোমবার সকালে খোলা ঘরে বিছানায় বিনোদের মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। মায়ের দিয়ে যাওয়া রাতের খাবার যেমনটি ছিল তেমনই পড়ে রয়েছে। পরিবারের অভিযোগ, রাতে বিনোদের ঘরে যে দুজন এসেছিল তারাই খুন করেছে তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন কর্নজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতা অজয় সরকার জানিয়েছেন, খুবই মর্মান্তিক ও দুখঃজনক ঘটনা। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারন জানা যাবে বলে জানান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top