কলকাতা বিমানবন্দর হয়ে হংকং! লাল চন্দন পাচারের ছক, গ্রেফতার ৪

কলকাতা বিমানবন্দর হয়ে হংকং! লাল চন্দন পাচারের ছক, গ্রেফতার ৪ , কলকাতা থেকে দিল্লি হয়ে বিদেশে লাল চন্দন পাচারের ছক। কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ২১৪ কেজি লাল চন্দন। ঘটনায় চারজনকে গ্রেফতারও করেছে বিমানবন্দর থানার পুলিশ। সাম্প্রতিক অতীতে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় চন্দন কাঠ পাচার চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। তবে এবার একেবারে বিমানবন্দর চত্বরেই। জানা যাচ্ছে, বুধবার সকাল ৯ টা নাগাদ ওই চার ব্যক্তি কলকাতা বিমানবন্দরে আসে। চারজনের সঙ্গে ছিল ১০টি বড় বড় ব্যাগ। সেই ব্যাগগুলি বিমানবন্দরে সিকিউরকিটি চেকিং করার সময়েই এই বিপুল পরিমাণে লাল চন্দন কাঠ উদ্ধার হয়।

 

 

 

 

 

 

 

জানা যাচ্ছে, ওই চারজনের প্রথমে কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে দিল্লিতে যাওয়ার পরিকল্পনা ছিল। তারপর দিল্লি থেকে রাতে এয়ার ইন্ডিয়ারই অন্য একটি বিমানে চেপে হংকং-এ যাওয়ার ছক কষেছিল ওই ব্যক্তিরা। এদিকে পুলিশ সূত্র মারফত খবর, কয়েকজন পাচারকারী কলকাতা বিমানবন্দর দিয়ে লাল চন্দন কাঠ পাচারের চেষ্টা করতে পারে বলে আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। সেই মতো নজরদারিও চালাচ্ছিল পুলিশ। আর এসবের মধ্যেই এদিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে লাল চন্দন কাঠ। আগামিকাল ধৃত চার ব্যক্তিকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।

 

 

 

 

আরও পড়ুন –   ‘কাকা’ অনুব্রত-র গ্রেফতার-বার্ষিকী পালন করলেন, তারাপীঠে পুজো দেন অনুপম হাজরা

 

 

 

 

 

প্রথমে সিকিউরিটি চেকিং-এর সময়ে দশটি ব্যাগ দেখে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। এরপর ওই ব্যাগগুলি আলাদা করে চেকিং করা হয়। তখন দেখা যায়, ব্যাগগুলিতে ঠাসা রয়েছে লাল চন্দন কাঠ। এরপর সঙ্গে সঙ্গে ওই ব্যাগগুলির মালিক ইমরোজ হুসেন, আরিজ হুসেন, শাই ইরশাদ শেখ ও আবিদ হোসেনকে প্রথমে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ আরও বাড়ে। কী উদ্দেশে এই প্রচুর পরিমাণ লাল চন্দন কাঠ তারা নিয়ে যাচ্ছিল, সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি। ধৃতদের এরপর বিমানবন্দর থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয় এবং পরে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, উদ্ধার হওয়া লাল চন্দনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।