অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৪

অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৪

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৬ অক্টোবর, ২০২০:অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষে অটোচালকের ছেলে সহ ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মালদহের সামসী-আলাল ৮১ নম্বর জাতীয় সড়কের শ্রীপুর মিলনপল্লী লাগোয়া এলাকায় অটো-বাইক মুখোমুখি সংঘর্ষে হয়। গুরুতর জখম হয়েছেন একজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সামসী গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত চারজনের মধ্যে দুজন মহিলা, একজন যুবক ও একজন কিশোর। মৃত দুই মহিলার নাম তাসলিমা বিবি এবং শুবরি বিবি । মৃত কিশোরের নাম শেখ আসলাম। তাঁদের মধ্যে শুবরি বিবি ও শেখ আসলাম এর বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির গাংনদীয়া গ্রামে ও তসলিমা বিবির বাড়ি রসিদাবাদ জিপির বিরুয়া গ্রামে। মৃত শেখ আসলাম অটোচালক শেখ ইসলামের ছোটো ছেলে ও তসলিমা বিবি তার শালিকা হয়।মৃত যুবকের নাম মোজাম্মেল হক । তাঁর বাড়ি সামসীর ভগবানপুর গ্রামে। জখম ব্যক্তির নাম রিজু মণ্ডল । তিনি সামসীর ভগবানপুর গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের গাংনদীয়া গ্রামের ৮ জন বাসিন্দা স্থানীয় বাসিন্দা শেখ ইসলামের অটোতে করে পান্ডুয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে একটি বাইকে দুজন শ্রীপুরের দিক থেকে সামসী অভিমুখে আসছিলেন। ৮১ জাতীয় সড়কের উপর শ্রীপুর মিলনপল্লী লাগোয়া এলাকায় অটো-বাইক মুখোমুখি সংঘর্ষ হয়।বাইকটি ছিটকে পড়ে।

আরও পড়ুন…হাতির তান্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়   

বাইক চালক ঘটনাস্থলেই মারা যান। বাইক আরোহী রিজু মণ্ডলও সংজ্ঞাহীন।এদিকে, যাত্রীসহ অটোটিও পালটি খায়। অটোর দুই যাত্রী তাসলিমা বিবি ও শুকরি বিবি ঘটনাস্থলেই মারা যায়।১২ বছর বয়সী আরেক অটোযাত্রী আসলাম শেখও মালদা যাওয়ার পথে মারা যান। ঘটনার পর স্থানীয়রা এসে তাঁদের সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। জখম বাইক আরোহী রিজু মণ্ডলের অবস্থা সংকটজনক। তাঁকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top