নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৫ অক্টোবর,২০২০: মুর্শিদাবাদে ৪০ কেজি গাঁজা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে এই ঘটনায় মুর্শিদাবাদ পুলিশ ২ জন গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদ থানার অন্তর্গত গুধিয়া বকুলতলা মোড় থেকে ওই ২ জন গাঁজা বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে উন্নতমানের ৪০ কেজি গাঁজা। ধৃতদের নাম বাবুলাল শেখ এবং অন্যজন হলেন হাবিবুর শেখ। অভিযোগ, এরা দুজনেই দীর্ঘদিন যাবৎ বেআইনি গাঁজা ব্যাবসার সাথে যুক্ত ।
আরও পড়ুন…পাগড়ী কান্ডে মৌন প্রতিবাদ শিখ সম্প্রদায়ের
তারা লালবাগের একজন ব্যক্তি কে এই গাঁজা গুলো হাতবদল করার জন্য নিয়ে যাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে পুলিশ তাদের কে ধরে ফেলন বলেও জানা গিয়েছে।